আমি বড় উদাসীন
কি ভাবে সঞ্চয় করি
তোমার প্রিয় সঙ্গ
বাউল বাতাসে উড়ি


আমি বড় উদাসীন
দিন আনি দিন খাই
পদ্মাপারে গান গেয়ে
দুঃখকে নিজের পাই


আমি বড় উদাসীন
বিলুপ্ত সুফির মত
ফ্রেমে বেঁধে রাখিনি
স্বপ্ন সমুদয় যত


আমি বড় উদাসীন
চলে যাই পাতালে
ছেঁড়া কাগজের মতো
ভাসি দুচোখের জলে