লাল শাড়িতে আসিস-না আর প্রখর এই রৌদ্দুরে
স্থবির বোঝা মনটা আমার উপর উপর ওড়ে
আগুন লাগে চোখে আমার আগুন লাগে বুকে
যতবার তোকে দেখি পাগলী বিশুদ্ধ হোই দেখে
নিজের দেহ গলতে দেখি হয়ে ওঠে জল
ফুটতে থাকে দেহ আমার কোথায় রাখি বল
জলের মতো ফুটছি আমি যতবার তোকে পাই
মনটা বোঝে বেশ পদ্ধতি শুদ্ধ হওয়া তাই  
বিপ্লবেও নকশালী লেখা যুবক প্রানের গুণ
ওই লাল কাপড়টা ধরিয়ে ছিল রাজনীতির আগুণ
লাল পলাশেও লেখাছিল সেই ফাগুনের ক্ষয়
প্রেমিক মনটা নেশাগ্রস্থ তোর লালেরই জয়
লাল শাড়িটা পড়িসনা আর উন্মাদ হবো জ্বলে
দুচোখ হবে রক্তজবা তোর লাল আগুনে গলে
শিং বাগিয়ে করব তারা গতি রবে তোর দিকে
দুচোখ হবে ষাঁড়ের মতো লাল-সিগন্যাল ফিকে
এবার তবে কথা দিবি পড়বিনা লাল শাড়ি
নীল শাড়িতে আসিস পাগলী মেঘের দেশ আমারি