মানুষ তো একাই
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
রূজি হতে রোজগার
সংসার থেকে বৈরাগ্য
সকলের একক অভিনয়


দলে দলে... বল,
আরও বলবান হতে দলবদ্ধতা
দলে দলে ঠোকাঠুকি
দলমতে অনৈক্য হতে সংঘাত


বন্ধু হতে প্রেম, প্রেম হতে বিশ্বাস
বিশ্বাস হতে ধর্ম,
আবার ধর্মমতে, ধর্মে ধর্মে দলাদলি
বিশ্বাস হতে অবিশ্বাস!


যে বিশ্বাসে দুহাতে ফসল ফলায়
সেই বিশ্বাসেই দুহাত বোমা বাঁধে!
একে একে বাঘনখ বেড়িয়ে আসে...
রাম-রহিম বন্ধু হতে, শত্রু হয়ে যায়!
ধর্ম হতে অধর্মের সৃষ্টি যদি,
অধর্মেই ধর্মের সূত্রপাত!