অতি ক্ষুদ্র সে, প্রকৃত পক্ষে তাকে দেখাই যায় না,
বোঝা যায়না, সে আমাদের কখন ছুঁয়ে ফেলবে!


আর ফেললেই সব গেল…
অনর্থক আমাদের জীবন


পুলিশ মিলিটারি আইন আদালত
তার সামনে আর কাজ করেনা


টাকা পয়সার মালিক গুলো…
তার ভয়ে ভীত সন্ত্রস্ত, মুখোশ পরে লুকিয়ে বেড়ায়
বড় লোকজন গুলোও টাকা হাতে নিতে ভয় পায়
অভ্যাস বশত হাতে নিলে… বারবার হাত ধুতে হয়


যত কৌশলে আজ তারা বড়লোক
তার চাইতে বেশীবার, হাত ধুয়েও শান্তি নেই


বাজারে এখন স্যানিটাইজারের আকাল চলছে।