বাক্যালাপে তার সাথে বারে বারে হেরে যাই,
অশাস্ত্রীয় শ্বাস যেন হাওয়ার ভিতরে হাওয়া বদলাতে চায়।
মন বলে, চলো যাই পৃথিবী ছেড়ে একা বহু দূরে, তারে দেখি মুছে যায় শোক কষ্ট,
হেরে গিয়ে খুঁজে পাই, সেই লোভী চোখ আমার প্রিয় অনাদি সুইট্স।


কাঠ পিঁপড়ে গতি বুঝি মিষ্টির রসে ফর্সা নিটোলে,
দরবেশ  মিহিদানা সীতাভোগ প্রাণপ্রিয় খুঁজি তাতে ব্যর্থতার উপাখ্যান।
দলিত মথিত অভ্যন্তরে লক্ষ্যভেদ চলে অবিরল,
ক্ষোভ গুলো ডুব দেয়, খুঁজি পুরোনো অভ্যাসে অসামাজিক অটল।
ধীরে ধীরে প্রশমিত হয়, সব জ্বালা ম্রিয়মাণ হয়ে যায়,
সন্তাপ মুছে দিতে পারে  সরভাজা মালাই চমচম পাতে এসে তাকায়।


চাও যদি তবে কিছু শর্তে, কোনো সাক্ষরিত চুক্তিপত্র নাই,
ইন্দ্রিয় ফিরে পাওয়া  টুকরো যত অনুভূতি এসবের মাঝেই।
রাজভোগ কাঁচাগোল্লা হাসিমুখে, আলো হয়ে সবটাই জুড়ে,  
প্রত্যাশাহীন এক হিমেল হাওয়ার দিনে, মন ভরে।


চেয়ে দেখি বিমলা দাঁড়িয়ে, আঁচলে গিঁঠ দিয়ে খুচরা পয়সা গুলো, চোখ টিপে বলে,
বৌদি কি জানেন, মাঝে মধ্যে আসেন এখানে, স্বাদ বদলের তালে?