ঠাহর করো কত বছর! হয়তো বা তার বেশী...
ঘর নেই তবুও ঘরেই আছে অমোঘ সাঁড়াশি
থেকেও হয়তো না থাকা, বড়ই একলা
পাথর পাথর জুড়ে একা, শক্ত অহল্যা


বংশ ধরে তবুও আছে, বংশ বিজ্ঞাপনে
পাথর বেঁধে বুকে, অনাবিষ্ট ত্রিকোণে...
কেউ বলে স্বাধীন, হবে নিপাট বিবর্ণা
পাথর চাপা দিতে-দিতে, তার বেশী কিছু না
ঘষে যাওয়া মুখফেরানো শরীর, নেই বিরাম
পায়ের স্পর্শে যাদু হবে কবে? হে শ্রীরাম!