মরুভূমি মন জ্যোৎস্নায় ধাঁধা,
বাউল বাতাসে তৃষ্ণার চড়া,
স্বরূপ দেখা আর হলো না,
রাতের চন্দ্রমল্লিকা হাসে কেন?
কিন্নর কণ্ঠের ইশারায়,
শূলে চরিস, শাসায় শহিদ মিনার,
পরিচিত রোদ সার্চলাইট ফেলে,          
ভ্রমণকারী চক্ষুদুটি বর্ণকানা,
তোর শরীর ভরা দীঘি,
একবিন্দু বিষ অমৃতকল্পের আশায়,
বড়বাজারের অচেতনাবস্থা,
সম্পদশালীর শপথে, এস উল্লাস করি,


চৌরঙ্গির ট্রাফিক ডিঙিয়ে,
স্তাবক যুগের সঞ্চিত পণ্যে লীন,
মুখ ফিরিয়ে গঙ্গায় কে দাঁড়িয়ে?
সময় শোকাতুর, কোলকাতা আজ মৃত!