বদলাচ্ছে প্রতি মুহূর্তরা,
পারলেই আমরা বদলে নিচ্ছি নিজেকে,
নিজের পছন্দ... না'পছন্দ বা সুরকে,
মোটা থেকে চিকনে, বাঁশ থেকে বাঁশীতে,


মান্তুমাসি শুকন পায়ের ছাপ ফেলে যায়,
মামাবাড়ির উঠানে, বারান্দায়--
ভেজা কলঘর মেঝেতে;
তার থেকেও বেশী মানুষের মনে;
কেউ রাত জাগে...
আর কেউ শত্রুতায় ক্ষান্ত গোপনে;


বদলায় দিন, বদলায় রাত;
সরু থেকে মোটা ছিদ্র দিয়ে, অন্ধকার অন্তঃপুরে;
গ্রহন করে না সুধীর সমাবেশ, মৃত্যু যা করে;
শান্তি বজায় রেখে, নিরপেক্ষ মানুষের কাছে;
দুই-কর হাত ধোয়া জলে;
শরতের শিউলি ফোটানোই আশ্চর্য!
বদলাচ্ছে মুহূর্তরা...
তাই বদলে নিচ্ছি আমরা নিজেকেও।