মনের কুয়াশা সরিয়ে চোখ ফোটে
চকিতে শরতের আনন্দ হয়ে ঝরে আলোকণা
দ্বিধা দ্বন্দ্বের শিহরণ নেই যেন
নির্জন এক মনে দোলাহীন ধরা দেয়
চেতনায় শুধু জানি তাকে চাই
সহস্র দীপ জ্বেলে অপেক্ষা রত
সে যদি হেঁটে আসে আমার দুয়ারে
তারার মতো ফুটে মনের ছায়াপথে
সারারাত ঝরুক সারারাত জ্বলুক
হৃদয়ের স্পন্দনে একটি নাম বলে
জানিনা তার নাম, নামহীন অপার্থিব সে-যে
শুধু জানি তাকে চাই শেষ টুকু