কে তুমি... অবগুণ্ঠন মাঝে?
রুমঝুম সুরে ধ্বনি তার বাজে,
চপলিত তরু মহিমায় আজ,
ঘন পল্লবে সেজে কোন সাজ,
অশ্রুর জল ভিজে চোখ পলে,
স্বপন সন্ধ্যা নিয়ে নীলাচলে,
উদ্ভাসিত লয়ে দীপ্ত-ধারায়,
শত অমৃতের তৃষ্ণা জাগায়,
আজও তুমি অতৃপ্ত অভিভূত,
কে তুমি গোপনচারিণীর দূত,
চিরদূরে ওগো কুহকিনী তুমি,
উদ্বেলিত বুকে যৌবনা ভূমি,
ওগো না-পাওয়া নাম নাহি জানা,
নববধূ রুপে কামনার মায়া,
ওগো আরাধনা প্রিয় বাহুডোর,
অনুভবে আজ ছুঁয়েছি অধর,
তোমার সুধা শত অমৃত ধায়,
অমিত বিকশিত তৃষ্ণা মিটায়,
খোল দ্বার আজ দীপ্তির লাজ,
চাতক দাঁড়ায়ে ভিখারির সাজ,
শৃঙ্খলে তার দু’বাহু জড়ায়ে,
বুকে তুলে নাও অমৃতে ভরায়ে।
পথহারা সে’গো দিশাহীন মাঝি,
তোমার দুয়ারে কূলহারা আজি,
বন্ধন যুক্ত কর বাঁধো ভক্তরে,
শক্তি জাগাও ক্ষুদ্র দীন অন্তরে,
নাড়ি-ঘাত হোক অভীষ্ট-সংযোগ,
অপূরণ থাক বাহ্যিক শোক,
কে তুমি... উদিত অতীত ঝর্ণা?
লুকায়িত বেশে রূপে অপূর্ণা।।