যেই তুমি সাথ দাও হাতখানা বাড়িয়ে।
          সব কাজ ফেলে আমি উঠি পায়ে দাঁড়িয়ে।


যেই তুমি হেসে বল এই তুমি শুনছো।
          বুঝে যাই সেই পল নিম হাওয়া করছ।


যেই তুমি গরু বলে গালি দাও আমাকে।
          ভাবি তাই কে আবার খোঁচা দিল তোমাকে?


যেই তুমি সুর করে বিরহের গান গাও।
          বিস্ময় জাগে মনে কার প্রেমে ডুব দাও!


যেই তুমি কাজ ফেলে যোগ দাও গল্পে।
          জেনে যাই কাহিনীটা ফুরাবে না অল্পে।


যেই তুমি কেঁদে বল পৃথিবীটা ভাল না।
          হাসি তাই আমি ছাড়া বাকি সব ছলনা।