ভারতবর্ষের অর্থনীতিকে
মিডিয়ারা গনতন্ত্র মোড়কে মুড়ছে
দৈন্যদশার দৈনন্দিন চানাচুর
আমাদের পরিবেশন করে চলেছে
আমরা উল্লাসে সেই মোড়ক খুলি কিছু খাই
শেষে, গোল্লা পাকাই


অন্য দেশের সাথে তুলনা করে হাতাহাতি
তুমুল বিতর্কে না-খাওয়া আক্ষেপ গুলো
পরিত্যক্ত মোড়কের মধ্যে ঢুকে গোল্লায় যায়
এখন গোল্লাটা টিভিতে স্পষ্ট দেখা যাচ্ছে
সবাই বলে বিশ্বকাপ
পৃথিবীর উন্নয়নশীল দেশগুলো
তাদের দুপায়ের ভাঁজে রেখে প্রতি চার-বছরে--
নির্দিষ্ট লক্ষে লাথি মারে
আর আমরা একশ কোটিরও বেশী জনমত,
লাইভ দেখি আর টিভি ভাঙ্গি
দেরাজে চূর্ণগুলোই কেবল কাপের ভিতর পড়ে থাকে।