মা তোরা কেন পারিসনা গান গাইতে,
আমি কি শুনিনি তবে ঘুম পাড়ানিয়ে?
তোর শরীরের শরতের সম্ভারেতে,
কোনো গান কি লতিয়ে ওঠেনি হাসিয়ে।
শুধু সংসারে মা হয়েছিস সারাক্ষণ,
সদাই ছিলিস নিশ্চুপ আচ্ছন্ন বড়ো।
মাছ কাটা কিংবা মশলা বাটায় মন,
ধুয়ে মুছে বাসন-কোসন যত জড়ো।


স্বামীর ছেঁড়া জামার রিফু কর্মে লেগে,
গুরুজনের কাপড় আলনায় রেখে।  
ছেলে মেয়েকে খেলায় পাঠিয়ে সোহাগে,
শুনিনি কোন গান চুল বাঁধার মুখে।
তোর গান শুধু বন্দিনী ওই দালানে,
তোরা পরস্পর অবিচ্ছিন্ন যে গোপনে।


-----------------------------------------------
শেক্সপীয়রন সনেট পদ্ধতিতে লেখা, যার অন্ত্যমিল নিম্নরূপ:


কখকখ : গঘগঘ :: ঙচঙচ : ছছ