ঝড় বৃষ্টি রোদ সবই সহ্য হয় আমাদের
আমরা যে বাধ্য..
রাস্তার ধারে ফুটপাতেই বেঁধেছি ঘর
এর বেশি নেই সাধ্য ।
ঘুম আসেনা ,খিদে পায় না
আমাদের নেই এসব রোগ
এক চিলতে জায়গাটুকুই
মনের আনন্দে করি ভোগ ।
আমাদের  ছেলেপুলের পড়ালেখা
সত্যিই কি সাজে?
একটু বড় হলেই যে
পাঠাতে হবে তাকে কাজে ।
খিদের জ্বালায় কখনো  বা যদি
বাচ্চাকাচ্চা কান্নাকাটি করে
মনকে বোঝাই ও কিছু না
এক বেলা না খেলে কি কেউ মরে?
কোন গাড়ি যদি দেয় চাপাও আমাদের
বা কেউ আমাদের সন্তানকে নিয়ে যায় যদি তুলে
ছোট্ট কোন খবর হলেও
সবাই যাবে তা ভুলে ।
তবুও আমরা বাঁচার তাগিদে
বরাবর লড়াই করে আসি
নাম জেনে আর কি হবে
আমাদের  পরিচয় আমরা ফুটপাতবাসী ।