অনেক আত্মত্যাগে এসেছো তুমি স্বাধীনতা
অনেক বেদনাশ্রু সিক্ত তুমি স্বাধীনতা
অনেক রক্তে রঞ্জিত তুমি স্বাধীনতা
প্রতিটি মানুষের গর্ব আবেগ অধিকার তুমি স্বাধীনতা
তবুও আজ চতুর্দিকে অবহেলিত অনাদৃত অসহায় তুমি স্বাধীনতা ।


কিসের লাভ স্বাধীন হয়ে?
যখন মানুষ ভুলেছে তোমার মর্ম
এর চেয়ে ভালো পরাধীনতার গ্লানি
পাঁকে নিমজ্জিত যখন মানবধর্ম ।


কি বা স্বাধীন নারী আজ
তথাকথিত মনুষ্যসমাজে ?
নারী পুরুষের সমানাধিকার
শুধুই লেখা থাকে বইয়ের পাতার ভাঁজে ।


স্বাধীনচেতা কি বা মানুষ
যেথায় ধর্ম নিয়ে লড়ে
স্বাধীনতা কোথায় বা তাদের
যারা শাসকশ্রেণীর পদদলনে রোজ মরে ।


যেদিন তোমার মাহাত্ম্য বুঝবে মানুষ
ভুলে হিংসা ঘৃণা-বিদ্বেষ
সেইদিনই প্রকৃত স্বাধীন
হবে তোমার আমার  এই দেশ ।