পৃথিবীর বুকে আজ কি শুধু একটিই ত্রাস!
কোনো এক অজানা ভাইরাস?
মোটেও না।এ তো শুধুই সাময়িক,
পৃথিবীর ধ্বংসের রয়েছে যে অনেক দিক
আজ মানুষ তার বিজয় স্তম্ভ চারিদিকে গড়ছে।
বিনিময়ে কতই না জঙ্গল কাটা পড়ছে!
বহু প্রাণী হারাচ্ছে তাদের বাসা,
অথচ পৃথিবীর শ্রেষ্ঠ জীব মেতেছে
রক্তের এক খেলায় সর্বনাশা।
কলকারখানা গড়ে যানবাহন চড়ে
সে আজ বিষিয়েছে বায়ু,
লোভ লালসায় উন্মাদ হয়ে,
আজ বড়ই চাপে তার স্নায়ু।
আশা রাখি এগুলো বুঝব যবে
ধরনী আবার শান্ত হবে।