একটা গুলির ওজন কয়েক গ্রাম,
আস্তে আস্তে বাড়ছে হিমালয়,
তোমার আমার কি আলাদা নাম,
বুলেট যখন দুজনেরই মাথায়।


আলাদা গুলির আলাদা আলাদা নাম,
আস্তে আস্তে জমছে মৃতের ভিড়,
তুমি বড়, না আমার বেশি দাম,
ঠিক করে দেবে গুলি-মজদুর ফির।


কোনটা ছোট, কোনটা একটু বড়,
কি আসে যায়, দুটোরই মৃত্যু নাম,
তোমায় আমায় শ্মশানে কিংবা কবরে,
একটা গুলির ওজন কয়েক গ্রাম ।।