একবার শুধু ভালোবেসে দেখো,
একবার চল আমার পায়ে পায়ে,
দেখবে কেমন রক্তের রাজনীতি,
পায়ের তলায় গুমরে কেঁদে যায়।
গাদ্দাফি-ও সাদা পতাকা হাতে,
দৌড়ে যাবে ঐ তৃণ ভুমি দিয়ে,
রণভূমিটাও হাঁপিয়ে উঠে একা,
পালটে যাবে, সেই বনভূমি ঘিরে।
তোমাকে দেখাবো কামানের গায়ে জং,
রাইফেলের কারখানাটা বন্ধ,
ঐ যে মাঠে ফসল ফলায় সেনা,
ঐ যে তাদের মিষ্টি ঘামের গন্ধ।
দেশে দেশে আর কোন সীমান্ত নেই,
সবাই এখন একটাই গ্রামে থাকে,
সেখানে ফুটেছে গোলাপ থোকা থোকা,
যেখানে শান্তি প্রতিটি পথের বাঁকে।
আমার মতো তুমিও যদি ভাবো,
দেখবে কত সবুজ লাগে সব,
শুনবে বসে আর্মি কোয়াটারে,
কত আজানা পাখির কলরব ।।