এদিক ওদিক চলছে গুলি,
উড়ছে কত মাথার খুলি,
তার মধ্যেই ছুটছে বুলি
বাংলা বাঁচাও, বাংলা বাঁচাও।


উঠছে বাড়ি মানুষ কেটে,
রক্ত পিশাচ যাচ্ছে হেঁটে,
কাজের দায়ে বেকার ছোটে,
তোমরা বলছ বাংলা বাঁচাও?


বাংলা কি আর এরম বাঁচে,
মানুষ যখন উনুন আঁচে,
সবাই সেজে নরক সাজে,
বলছে শুধুই বাংলা বাঁচাও।


যাচ্ছে নেতা স্বপ্ন দিয়ে,
বাংলা তো আমাকেও নিয়ে,
আমাকে মেরেই বলছ আবার,
বাংলা বাঁচাও, বাংলা বাঁচাও?