যখন-ই হাতে কলম ধরি তখন-ই ভাবি কিছু লিখবো। লিখেও ফেলি খাতার পাতায়, হঠাৎ কখন সেই লেখা একটা কবিতা হয়ে যায়। ভালো লাগে যখন কেউ বলে, “বাহ্! দারুন লিখেছিস/লিখেছেন তো।” – কিন্তু তাও যেন কোথাও একটা অতৃপ্তি থেকে যায়, মনে হয় ঠিক সেই রকম কবিতা একটাও লিখতে পারিনি যেমনটা আমি চাই। হয়তো কখনও ট্রেনে যেতে যেতে, কখনও একা একা বসে বা কখনও নীল আকাশটা দেখতে দেখতে অনেক কিছুই আমি লিখি, জানিনা সব লেখা ভালো হয় কিনা বা আপনাদের ভালো লাগে কিনা। তবে এ কথা সত্যি যে প্রত্যেক শিল্পের মধ্যেই তার শিল্পীসত্ত্বা কাজ করে, শিল্পীর মননশীল চিন্তার প্রকাশ ঘটে। তাই তার কাছে সব কবিতাই সফল প্রয়াস কিন্তু সেই কবির কবিতা কতটা শিল্প সার্থক তা বিচার করে পাঠক। আমি জানিনা ঠিক কতটা পাঠককে তৃপ্ত করতে পারে আমার কবিতা।
মাঝে বহুদিন লিখিনি। ফের লেখা শুরু এই কবিতা ডট কমের সন্ধান পেয়ে। তবে আবার লিখতে বসে আমি যা ভেবেছি তা সব আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো আমার এই লেখা কিছু কথা আপনাদের মনেও কবিতা হয়ে যাবে ।