আজকে হলের কর্নারে সিট,
কালকে লেকের ধারে,
আবার তুমি ময়লা হলে,
আবার কারাগারে।


আবার তুমি বিক্রি হবে,
অল্প কিছু দাম,
আজকে দিল্লি, কালকে ঢাকা,
সুখের সরঞ্জাম।


আবার তোমায় পুড়িয়ে দেবে,
পণ না পাওয়ার দুখে,
আজকে টানবে ঝোপের ভীতর,
কালকে অ্যাসিড মুখে।


রাতটা নেবে পয়সা দিয়ে,
নয় তো গায়ের জোরে,
কেউবা মারবে ভ্রুনের ভেতর,
কেউবা একটু পরে।


কালকে রাতের নেশার ঘোরে,
ভালোবাসার চোট,
আজকে আবার নতুন সকাল,
পুরনো হাসির ঠোঁট।