দীঘার ওই হোটেল ঘরে,
লুকিয়ে তুমি ক্যামেরা রাখো,
হন্যে হয়ে খুঁজছি তোমায়,
ভালোবাসা, কোথায় থাকো?


কর্নারের ওই সিট-টাতে আজ,
কতই আবেগ যাচ্ছে বয়ে,
ভালোবাসা পাই না খুঁজে,
‘ইন্দ্রধনু’-র নাইট শো-এ।


ঝোপঝাড়ের ওই তুমুল কাঁপন,
খুঁজতে গেলাম তোমায় লেকে,
ভালোবাসা, কোথায় হাওয়া
পুলিশের ওই ডাণ্ডা দেখে?


হাইওয়ে-তেও ব্যর্থ খোঁজা,
তোমাকে তো পেলাম না আর,
গাছের তলায় দাড়িয়ে দেখি,
আমির খানের ‘ড্যান্সিং কার’।


খুঁজতে তোমায় ‘সেই’ গলিটায়,
নীল রঙের ওই সস্তা বার-এ,
দেখছি তুমি বিক্রি আছো,
সন্ধ্যে হলেই অল্প দরে।



(পূণশ্চঃ
ইন্দ্রধনু - আমার ছোট্ট টাউন বাটানগরের একটি সিনেমা হল-এর নাম।
ড্যান্সিং কার - এই কথাটা আমির খান-এর PK সিনেমায় ব্যবহার করা হয়েছিলো।)