বাড়ছে প্রেমের প্যাণ্ডেলে ভিড়,
খেলতে গিয়ে কনুইতে চিড়,
                       খুব আলাদা,
পাশের পাড়ায় তোমার বাড়ি,
আর অষ্টমীতে হলুদ শাড়ি,
                       দারুন দাদা।
তোমার মুঠো আমার হাতে,
কমছে প্রেমের ব্যর্থতাতে,
                       ভীষণ চেনা,
তোমার কথায় দিলদরিয়া,
যাচ্ছো সেজে ঐশ্বরিয়া,
                       বলছ তুমি, "প্রেম দেব না।"
কেমন যেন ভাসছে ছবি,
ক'দিন বাদে আবার কবি,
                      “আয় কাছে আয়”,
ঐ চলে যাও ওড়না লুটোয়,
শূন্য দেখি হাতের মুঠোয়,
                       প্রেমের খেলায় ।।



(সবাইকে ঈদ এবং রথযাত্রা-র শুভকামনা। ভালো থাকবেন সবাই।)