কাজ করবো, ঘুষ খাবো না?
পাগল হলেন নাকি?
খরচা প্রচুর চাকরি পেতে,
ঘুষ না দিলেই ফাঁকি।


দেশটা গেল জুলুমবাজি,
নেতায় রক্ত চোষে,
প্রতিবাদ তো আমিও করি,
পাড়ার রকে বসে।


বন্যা ত্রাণের পয়সা ঝেড়ে,
বনগাঁ চড়ুইভাতি,
শ্লীলতাহানি? বেশ করেছি,
ফুলিয়ে ঘুরবো ছাতি।


চলবে দাদা এইভাবে ঠিক,
আইন বইয়ের পাতায়,
এর বেশি কি আশা করেন,
ভিক্ষের স্বাধীনতায়?