টিভির স্ক্রিনে যুদ্ধ দেখি,
(আমার) গান্ধী বুদ্ধ দেশ,
হিংসা শুরু আমার থেকেই,
আমাকে দিয়েই শেষ।


দেখছি তোমার পোশাক আশাক,
কমছে দেহের সুদ,
সন্ধ্যেবেলা ঘুরছো একা?
দেখাচ্ছি ম্যানহুড।


এই তুমি না নিচু জাতি,
এসো তোমায় জ্ঞান দি,
জাতের নামে অনার কিলিং,
নোটের উপর গান্ধী।


খবর দেখি হপ্তা দুয়েক  
মৃতের সংখ্যা তিনশো,
গান্ধী বুদ্ধ ছবিতেই থাক,
আদতে আমি হিংস্র।