সেই একবার এসেছিলে তুমি
আমার পভার্টি নাশে,
বুঝিনি কিভাবে বিক্রি হলাম,
ক্যাপিটাল-টার বশে।


কিছুদিন বেশ ‘ভালোই’ ছিলাম
সুখের কারাগার,
আস্তে আস্তে তলিয়ে গেছি
বেড়েছে সুদের হার।  


যখনই তুমি সুযোগ পেলে
লুটেছো দু’হাত ভরে,
আমি তো কখনো মানা করিনি
দিয়েছি উজাড় করে।


আজকে যখন মন্দা বাজার,
টাকার পিছনে ছুট,
তোমাকে টানছি হাতটা ধরে,
কখনো জড়িয়ে বুট।


(যেমন) সন্ধ্যে হলেই অন্ধ গলির,
লাল লিপস্টিক খুঁজে,
আমিও সেরম বিশ্ব ব্যাঙ্কে
দাঁড়াই সেজেগুজে।