আমি ভীষণ মানবপ্রেমী,
কি? সন্দেহ জাগে?
(দেখো) তোমার বাড়ি পিৎজা পাঠাই
অ্যাম্বুলেন্স-এর আগে।


কি করে খাবে সিম কার্ডটা
চলছে আর এন ডি,
চাল বেচছি তিরিশ টাকা
ফ্রি সিম'তো রেডি।


ব্যাঙ্কে দিচ্ছি গাড়ি কেনার
সুদটা মাত্র সাত,
এডুকেশন? ১২ পারসেণ্ট
ওটা বড় লোকের বাত।


পুত্র হলে দুর্গা পূজোয়
বিরাট অনুষ্ঠান,
(ধুর) আবার এল কন্যা ভ্রূণে,
আবার অ্যাবর্শান।


আমার মত নেতা পেলেই
দেশটা চলবে ঠিক।
আমি তো দাদা মহান দেশের
মহান নাগরিক।



গতকাল মোবাইলের পুরনো ম্যাসেজগুলো দেখছিলাম। হঠাৎ একটা খুব ভালো লেগে গেল। ওটাকে তাই কবিতার আকারে লিখে ফেললাম। ম্যাসেজটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন। তবুও লেখাটা কেমন লাগলো দয়া করে জানাবেন।