যুদ্ধ থেকে ফেরার সময় ভাবছি বসে,
মারছি যাকে তার মেয়েটাও অনাথ হবে ।
আবার কোন ইসলামাবাদ, ভিয়েতনামের,
লাল হরফের গলির শেষে মন কুড়াবে ।


ঢুকছি যখন এয়ারপোর্ট-এর হাততালি-তে,
মরল যেটা তার শিশুটাও ভাতের কাঙাল,
দুদিন বাদে সব ভুলে সব উঠবে মেতে,
খেলার মাঠে কেবা ঘটি কেইবা বাঙাল।


উঠছি যখন ষ্টেজের পরে পদক নিতে,
পড়ল মনে হাত পা কাটা সৈন্যগুলো,
ক’দিন বাদে পেনশনের ঐ খুচরো শেষে,
সত্যি কারের জয় কি আমি পেলাম বলো ।।