বারান্দায় পড়ে আছে লাশ। পাখিরা
ভালোই চেনে ভোরের বাতাস।


ফুল চিনে নেয় মাটির রক্তের ঘ্রাণ; ক্রোমোজোম,
মদের গ্লাসেই কান্নার হোম, স্যুইট হোম।


আমার গলায় আটকানো পাথরের কুচি,
না-খুশ লাশের মত, সবসময়।
গিলে নাও!
মৃত্যুকেও তো গাড়ির চাকায় তেল দিতে হয় -


ভেঙে যায় মানুষ, আর দাঁতের ফাঁকে
ফিনকি দিয়ে বেরিয়ে আসতে চায় সত্য, বারাবার,
পৃথিবী শান্তি খোঁজে মড়ার খুলির ফোরামেন ম্যাগ্নামে
... আর সেখানেই জন্ম নেয় আঁধার।