সারা শহরটা জুড়ে
ছটা পতাকা মোড়া দেহ, সরকারি,
লাক্রিমাল গ্যান্ডের কাজ,
কিছুটা আমিও করতে পারি।
আজ, সেকেন্ড জানুয়ারি।


এরা কি শহিদ, না পাগল?
আন্তর্জাতিক যুদ্ধ দিবসে ক্ষত,
ষ্টীলের বুলেট, বাঙ্কার আর শেল,
রক্ত, মাংস, তাপ – অবিরাম, অবিরত।
পাথর না সাদা ফুল,
কোনটা বেশি কঠিন?
শিশুর কান্না পুড়িয়ে চলে কাগজের টাকা,
সারাদিন।


ফিরে আসে লালচে জামার টুকরো
মেঘলা আকাশ, শান্ত একটু রোদ,
আমিও কখনও চেয়ে ফেলি মনে মনে,
তোমার একটু রক্তের প্রতিশোধ।
আগুন জ্বলুক,
এই আগুনটা আজ ভীষণই দরকারি,
আজ আমার
পাঠানকোটে সেকেন্ড জানুয়ারি।