ফসলের দাম নেই,
বাড়ছে চাষাবাদের খরচ,
ঋণের দায়ে জর্জরিত কৃষক
করছে আত্মহত্যা,
আমার তাতে কি? আমি শহুরে
বিনোদনের জগতে আছি দুধে ভাতে |


মজুরি বাড়েনা চা শ্রমিকের
করছে তারা লং মার্চ,
মাইলের পর মাইল পেরোয়
পিছনে ফেলে পাইন ও বার্চ,
আমার তাতে কি? আমি শহুরে
বিনোদনের জগতে আছি দুধে ভাতে |


কারখানার গেটে লকআউট নোটিশ,
বন্ধ হয় কল,
ধর্মঘটের ডাক দিলে নামে,
হাজার বেকারের ঢোল,
আমার তাতে কি? আমি শহুরে
বিনোদনের জগতে আছি দুধে ভাতে |


বিপন্ন এই সমাজব্যাবস্থা
পুড়ছে লাখো মানুষ,
পশে থাকার কেউ নেই
ওড়ে স্বার্থের ফানুস |