আমি একটা গাছ,
প্রাণ আছে,কিন্তু প্রাকৃতিক নিয়মে
কথা বলতে অক্ষম |
সৃষ্টির আদিযুগ থেকে,
আমাদের দান অপরিসীম |
তবুও আমরা সমাজের বুকে উপেক্ষিত,
ঐ, সভ্য বস্ত্রধারী, অসভ্য মানুষগুলো
প্রতিনিয়ত করে চলেছে আমাদের ওপর
পাশবিক অত্যাচার |
বিকৃত মানুষ্যজাতি বোঝেনা
আমাদের প্রাণহানিতে,
তাদেরই অপরিসীম দহনজ্বালা |
আমরা দাবিহীন, রাজনীতিমুক্ত
করিনা কোনো আন্দোলন,
ভোটও দিতে পারিনা
তবুও আমাদের অকাল মরণ অব্যাহত,
এ কদিন চলবে?
শুনে রাখ তবে,
মারবি যত বাড়বে দহন
পারবি নাগো নিতে শ্বাস,
এক এক করে মরবি সবাই
স্মশান জুড়ে চিতায় লাশ |