বর্ষবরণের আনন্দে যখন, মাতল আমার শহর,
আকাশজুড়ে মশাল জ্বলে, অর্থের কী বহর!
ডান্সফ্লোরে উদ্দাম নাচ,মদের ফোয়ারা
নাইটক্লাবে রাতযাপনের চলছে মহড়া।
ডিনার টেবিলে লেগপিস,স্বাদে ভরপুর
খোকার স্বপ্নে পলুয়া, মন ফুরফুর।
স্বপ্ন ভাঙলে খোকা শুধায়,
মা ও মা,কখন খাবো ভাত?
অসহায় মা ককিঁয়ে বলে,
শূন্য হাঁড়ির হয়না কোন জাত।