দেখতে দেখতে আমার এখন,
একুশ বছর পার |
সমাজ দিলো নতুন ট্যাগ,
আমি এক হতভাগ্য বেকার |
বাড়িতে বলে, খোকা ও খোকা,
চাকরি কবে পাবি?
সিলিং চুঁয়ে জল পরে যে,
ঢালাই কবে দিবি?
পাড়ার সবার চিন্তা অধিক
বাবা মায়ের চেয়েও,
বিয়ের বয়স পাড় যে হলো,
জুটবেনা কোনো মেয়েও |
পিছন ঘুরেই অট্টহাসি,
গলা জুড়ে ব্যঙ্গ কাশি,
বিদ্রূপস্বরে আওয়াজ ওঠে,
"বাবার হোটেলে আছিস বেশ"
বার্তা শুনে ভাঙলো হৃদয়,
লড়াই করার শক্তি শেষ |
অন্ধকারে কাটছে আমার
অভিশপ্ত জীবনের,দীর্ঘস্থায়ী অধ্যায়
আত্মীয়-স্বজন সবাই এখন,
পেট্রোল ঢেলে,দেশলাই জ্বালায় |
হতাশ আমি, বড়োই একা
করলাম আবার চেষ্টা,
বেকার থেকে সকার হওয়ার,
মনটা জুড়ে তেষ্টা |
শীতের সকালে কোনো-এক রবিবার,
গন্তব্ব্য,চাকরীর পরীক্ষ্যা-কক্ষ
চোখটা জুড়ে বাস্তব দেখলাম,
আমি একা নই,বেকার কয়েক লক্ষ |