ঢাকের তালে শেষবার
দুলিয়ে সবাই কোমর,
দেবী দুর্গার প্রস্থানকালে
গান গায়না ভ্রমর |
কাঁধে চড়ে দেবী এবার
লরির পাটাতনে,
মনটা আজ সবার বিষাদ
দেবীর স্বর্গে গমনে |
সাত পাক ঘুরিয়ে দেবীকে
শেষবারের মতো বরণ,
আসছে বছর, আবার এসো,
ভবিষ্যতকে স্মরণ |
গঙ্গা জলে পড়লো প্রতিমা,
গলল গায়ের মাটি,
খোর-কাঠামো রইলো শুধু,
গন্তব্ব্য আমার বাটি |
বাড়ি ঢুকতেই নয়ন গেলো,
দোর জুড়ে দেবী মা,
বুঝলাম আমি বিসর্জন
হয় শুধু প্রতিমার |