বইমেলা,বইমেলা,হৈ হৈ রব,
ফ্রান্সের থিম নিয়ে কলকাতাবাসী সরব,
ভেদাভেদ ভুলে সবাই বই নিয়ে মেতেছে,
চলছে শুধুই ভোজনবিলাস, মেলা সেজে উঠেছে |
মঞ্চ জুড়ে অনুষ্টানের রয়েছে অনেক বহর,
ভিআইপিদের আগমনে তৈরী হচ্ছে খবর |
ফিল্ম আর্টিস্ট এলেই বাড়ে জনতার আয়তন,
অটোগ্রাফ আর করমর্দনের অঢেল আবেদন |
গল্প,আড্ডা,বিনোদন, উৎসব দারুন জমজমাট,
নিরাপত্তার খাতিরে তাই,সিসিটিভির চাঁদের হাট |    
রয়েছে অনেক পুলিশ কাকুও, কঠোর পাহারা,
বই বিক্রীর রকম দেখে, নয়গো কেউই আত্মহারা |
অতর্কিতে মনের মধ্যে ভাবনা জেগে ওঠে,
বুকস্টলগুলো খালি কেন?
দেখি শুধুই "Selfie" ওঠে..