প্রবহমান স্রোত আসে আর যায় ,
ক্ষুধার্ত পেট আগুন জ্বালায়,
চায় কিছু অন্ন,গরীব আজও নিরন্ন।
শিক্ষা ! সে তো সোনার পাথরবাটি,
শিশু মনে অন্নই শুধু খাঁটি,
সূর্য ওঠে অস্ত যায়,কালের নিয়মে সন্ধ‍্যা ঘনায়,
স্বপ্নপুরীতে শুধু একটাই নাম, 'অন্ন'।
সমাজ আজও নিরন্ন।
কালো টাকা,কালো ইস‍্যু,হৈ হৈ রব,
রাজনৈতিক নেতারা সবাই নোট নিয়ে সরব ।
অর্থনীতির তর্কাতর্কি,হরেক রকম তত্ত্ব,
দেশের মানুষ এসব নিয়েই রয়েছে এখন মত্ত।
বাসে,ট্রেনে তর্ক চলছে, নিজের মতো করে,
সংগ্ৰামী সব বাক‍্যযুগল উঠছে গলার জোরে।
শান্তভাবে ভাবছি আমি,পাইনা খুঁজে তাল,
দৃষ্টিপথে ভাসছে শুধু ......
"ঘরে নেই চাল, দেশ ডিজিটাল" ।