ভোর চারটে,
মহালয়া ও আজানের সুরে
হিন্দু-মুসলিম দিন শুরু করে,
সব ভেদাভেদ ভুলে |
শিউলির শোভায় রাঙা
ধবধবে ফুল কাশে,
দেবী দুর্গার আগমনী হয়,
শুভ্র আশ্বিন মাসে |
পায়রার কোলাহলে
মনটা জুড়ে আজানের ঐ গীত,
শীঘ্রই আসছে হৃদয় চুমে
শুভ্র খুশির পবিত্র ঈদ |
তাজিয়া-বিজয়া,আনে চোখে জল
বিসর্জনের দিনটা জুড়ে,জনমানবের ঢল |
উৎসব শেষে সকলে মিলে,করে কোলাকুলি
ধর্ম,বর্ণ, সবার মিলন, বার্তা খোলাখুলি |
বিসর্জন শেষে বাঙালি ঘরে
বিলোয় সন্দেশ, মিষ্টি
ঈদের শেষে বিলোয় শিমুই,
একতারই সৃষ্টি |
হে মিলনতিথি,বিভেদ এখানে,নয়গো কোনো গ্রন্থ,
আমার গর্বের ভারতবর্ষ,ইহা মহামানবের মিলনকেন্দ্র |