দূর্গা মায়ের পরনে দেখো হাজার-কোটির শাড়ি,
বাংলা মায়ের কপালে জুটেছে একটি শূন্য হাঁড়ি |
আলোকমালায় উজ্জ্বল আজ দূর্গা মায়ের মুখ,
অভাবের তাড়নায় বিলীন হয়েছে স্বপ্নে দেখা সুখ |
ঢাকের বাদ্যি, কোলাহল, মা দুর্গা হাসছে,
অসহায় এক শূন্য দৃষ্টি,পদদলিতরা কাঁদছে |
দিনের ছাদে আকাশপানে চেয়ে,
মাতৃ-আরাধনায় হাসছে দেখো দূর্গা মায়ের মেয়ে |
রাতের ছাদে চাঁদের দিকে চেয়ে,
রোজ পুড়ছে লক্ষ-কোটি কলঙ্কিত মেয়ে |