কখনো ছন্দের তালে,
কখনো বা গদ্যের দোলে,
বারবার,কলমের ছোঁয়ায় তীব্র হয় তোমার মাত্রা,
কবিতা,তুমি সমাজের বার্তা |


কবির হাত ধরে তুমি যখনই এসেছো,
তোমার মহিমায় বিভোর হয়েছে আসমুদ্র-হিমাচল,
আনন্দ দিয়ে, ছন্দ মিলিয়ে
শৈশবকে করেছো হাস্যরসময় |

পরিবেশের অপরূপ বর্ণনা দিয়ে,
পাঠকের মনটা ছুঁয়ে,
তোমার মুখে ফুটেছে সচেতনতার আখ্যা,
দূষণের কারণ অনুসন্ধানের দিয়েছো তুমি ব্যাখ্যা |


অবসরে যে মানুষ উঠতে পারেনা বিছানা ছেড়ে,
তুমি তার সর্বদাই নিত্যসঙ্গী,
আকারে, বিষয়ে প্রতিনিয়ত পাল্টাও
তোমার চেহারার ভঙ্গি |


কখনো রূপ নিয়েছো প্রতিবাদের,
কখনো ডাক দিয়েছো প্রতিরোধের
মানুষ জেনেছে, তোমার ছন্দ,
জানি নেই তোমার কোনো রং,বর্ণ, গন্ধ |


হিংসা লালসা,যতই আসুক পথে দ্বন্দ্ব
মানবের তুমি হাতিয়ার,কলমকে করোনা বন্ধ |