ফেসবুক, ট্যুইটার নিয়ে নবজীবন চলছে,
লাইক, কমেন্ট দিয়ে শোরগোল উঠছে।
নেটের দুনিয়ায় সমাজ আজি বদ্ধ,
ভুলে গেছি ময়দান, ক্রীড়াপ্রেম স্তব্ধ।
শহরের বুকে আজ বহুতল বাড়ছে,
একে একে মাঠগুলো ইটচাপা পড়ছে।
গেম নিয়ে মেতে আছি, বন্দী এ জীবন,
ফিকে হয় শিশুকাল, চেতনার মরণ।
নগরজীবন এগিয়ে চলেছে, কালের আপন গতিতে,
কংক্রিটের জঞ্জাল বেড়েই চলেছে, আলোকমালার জ্যোতিতে।
ধুলো, ধোঁয়া বাড়ছে বাড়ুক, হাসছে তবু কলকাতা,
দাবদাহ তীব্র হচ্ছে, পিচ্ জ্বলে ফুটি-ফাটা।
ভাবনাহীন চিত্তে মোরা অবাধে কাটছি গাছগুলি,
গাছেরা তো ভোট দেয়না, করেনা কোনো চুলবুলি।
রোগগ্রস্ত জীবনসংগ্রাম, ঠান্ডাঘরে কাটাচ্ছি,
অন্যের ঘাড়ে দোষ ঠেলে শুধু আপন পিঠ বাঁচাচ্ছি।
নগরনেশা একঘেয়ে সেই সিগারেট কিংবা পাইপে,
মৃত্যুর নেশা খুব চড়ছে পটাশিয়াম সায়ানাইডে।