চিলেকোঠার ঐ ঘরটাতে আজ,চড়ুই পাখি আসেনা
কোকিলের সেই কুহু ডাক, আমার কানে ভাসেনা |
শীতকালের ঐ খেজুরের রস, স্বাদটা বড়োই মিষ্টি,
হলুদ শাড়ীতে, আলতা পায়ে, মনটা কাড়তো বৃষ্টি |
ময়দানের ঐ ট্রামলাইন দিয়ে কায়দা করে হাঁটা,
দুপুরের পাতে পড়তো ইলিশ,পার্শে কিংবা বাটা |
শালিক পাখির কিচিরমিচির, চামচিকির ডাক,
ঝাঁকা নিয়ে খাবারওয়ালা, বিকালে দিতো হাঁক |
বিয়ে বাড়ির আয়োজনে, ছিলোনা ক্যাটারিং,
পাড়া-পড়শী হাত লাগতো, তারাই যেন কিং |
শহরটা আজ পাল্টে গেছে,মানবজীবন ছোটে,
বহুতলের বদ্ধ বাতাস, নাভিশ্বাস ওঠে |
কেউ কাউকে চেনেনা, দেয়না গড়িয়ে জল,
দোকান ছেড়ে মানুষের গন্তব্য,শুধুই শপিংমল |
হাতেটানা রিক্সাটা আজ চোখে আমার পড়েনা,
সম্পর্কগুলো বড়োই হালকা,ভবিষ্যৎ আর গড়েনা |
অসম লড়াই, কঠিন সময়,পাল্টে যাওয়া স্বভাব,
মানুষ এখন যান্ত্রিক, আন্তরিকতার অভাব |