আমিই সেই জড়
বেরঙিন,শীর্ণকায়,পাতলা আবরণ
প্রতিনিয়ত সমাজকে করে তুলছি দূষিত,
আমার মৃত্যু নাই,বিজ্ঞান করেছে ঘোষিত |
মনুষ্যসৃষ্ট আমি,প্রকৃতির বিনাশ চাই
বোকা মানবকুল বোঝেনা আমার ষড়যন্ত্র
হাতে হাতে তাই ঘুরি,জীবনযাপনে আমি মন্ত্র |
আইনের চোখে আমি নিষিদ্ধ
যদিও,বাজারে,দোকানে খুবই প্রসিদ্ধ,
আমার একটাই লক্ষ্য,পৃথিবীর ধংস
পোড়ালে বায়ুদূষণ,শ্বাসকষ্টের বংশ |
যদিও হতভাগ্য এ দেশে
কোটি কোটি পেট চলে
আমার প্রস্তুতিকালে,
চোরা হাসি মুখে আমার
সমাজ বিনাশের অন্তরালে |