বেগুনী বলে, বেগুনীতে আমি অনুপস্থিত,
নীল বলে, কলমের ছোঁয়ায় আমি উপস্থিত।
আকাশী বলে, আকাশ মানেই আমার দখলদারি,
সবুজ বলে, তৃণভূমিতে চলছে খবরদারি।
হলুদ বলে, গায়ে হলুদ আমায় ছাড়া হয়না,
কমলা বলে,লেবুর রাজ্যে আমার জন্য চলে খুবই বায়না।
কালো বলে, কেশগুলোতে শোভা আমি বাড়াই,
লাল বলে, তোদের কেটে শূন্য আমি ধরাই।
রঙের যখন যুদ্ধ চলে, ক্যানভাসটা খালি,
সবচেয়ে দামী ও সে, চোখের কোণের পানি।