রাজার অহংকার ছিল তোমায় ঘিরে,
রণডংকা, জয়ঢাক বাজতো, তোমার বুকটা চিড়ে
পরিখা ঘেরা নিরাপত্তা, হাজারো সেনার উপস্থিতি,
যুদ্ধে নামলে তোমার শরীরে ছুটন্ত ঘোড়ার গতি |  
গুপ্তগৃহ, শয়নকক্ষ, রাজার দরবার,
অস্ত্র, রসদ সঙ্গে মজুদ সুস্বাদু অঢেল খাবার |
পাহাড়ের কোলে অবস্থান, কায়েম রাজতন্ত্র
যুদ্ধ পরাজয়ে দখলবন্দী, রাজাদের তীব্র দ্বন্দ্ব |
লড়াই শেষে লাশের স্তূপ, শকুন করে খেয়াল
বাইরের ডাক কানে বাজেনা, উচ্চ উচ্চ দেওয়াল |
সাধারণ মানুষ তোমায় দেখে, পেতো খুবই ভয়
বিলীন আজ রাজার শাসন, এখন তোমার ক্ষয় |
গণতন্ত্রের আগমনে, তুমি হেরিটেজ হলে
অহংকার, দম্ভো, গর্ব আজ, কোথায় গেলো চোলে?
কোথাও তুমি ভগ্ন ভীষণ, রূপ কলঙ্কময়
সমাজের বুকে পরিবর্তননীতি,দেরিতে হলেও জয় |
লাশগুলো আজও কান্না করে, চায় শান্তির স্বর্গ
তোমার অহংকার বিলীন আজ, তুমি এক সংরক্ষিত দুর্গ |