শহর জুড়ে তীব্র যানজট,তৈরী কংক্রিটের উড়ালপুল
রক্ষনাবেক্ষনের অভাব,জমছে মাকড়সার ঝুল |
গায়ে চড়ছে শুধুই রঙের আঁচড়,
বুকের মধ্যে ভাঙছে,একটা-একটা পাঁজর |
বছরের পর বছর নজরদারির অবহেলা,
কিছু মানুষের স্বপ্নজুড়ে,শুধুই চলছে টাকার খেলা |
নামমাত্র পর্যবেক্ষণ,ইঞ্জিনিয়ারের ক্লিনচিট  
কাগজ জুড়ে সাক্ষর,ব্রীজ তুমি একদম ফিট |
হটাৎ একদিন জন্মালো মৃত্যুফাঁদ,
ভূপতিত উড়ালপুল, মানুষের আর্তনাদ |
চারিদিকে ছুটাছুটি, স্বজনহারা কান্না,
রাজনৈতিক নেতার মুখে, প্রতিশ্রুতির বন্যা |
কার দোষ, কে দায়ী, শুরু হলো চাপানোতর
লাশগুলোর সনাক্তকরণ,গন্তব্ব্য শ্মশান ও কবর |
পাঁচ লাখ, দশ লাখে বিকোচ্ছে জীবন
তদন্ত কমিটির গড়ে,দুর্ঘটনার কিছুদিনের স্মরণ |
রাজনৈতিক রঙ্গমঞ্চে চলছে অনেক মেলা
দয়া করে একটু বলুন না,
কবে শেষ হবে এই মানুষ মারা খেলা?