জীবনের সকল দুঃখ,
সকল অস্বাভাবিকতা,আশা হীন
তড়িৎ,বরফ,ঝড় আর অস্থিরতা
এই সকল কিছুর মধ্যেও
মোর সত্তা খুঁজে ফেরে তোমার
কোমল কণ্ঠস্বর ।


তোমার উপস্থিতির মুহূর্তগুলো
আমায় স্মরণ করিয়ে
দেয় দৃঢ়তার কবচে আবদ্ধ হতে।


তোমার উপস্থিতি শুধু উল্লসিত
হওয়াই নয় যেন পরিচিত
কোনো বাঁশীর সুর ।


তোমার উপস্থিতি মোর
হিয়ার অনুভবের কোনো এক
প্রেমের প্রতিশ্রুতি আর
নীল সাগরের নীল রং
যেন প্রকাশ করে
মুক্ত আকাশের গভীরতা ।


তোমার উপস্থিতি শুধু একমুঠো
সজীবতা অার প্রসন্নতা নয়,
আকাশের অগণিত
তারার উজ্জ্বলতা।


তোমার প্রানচঞ্চল উপস্থিতির
ছোঁওয়ায় উজ্জ্বলিত হয়ে ওঠে
কোনো মিষ্টি সুগন্ধিতে ভরা
এক নতুন আশা,সন্মান আর
প্রেরনার প্রতি এক
অনুরণিত জাগ্রত জীবনের।


মোর জীবন খাতার প্রতি পাতায়
তোমার সকল উপস্থিতি
সকল অমৃত সৃষ্টির
আমি সহযাত্রী।