আশা-নিরাশা পূর্ণতা-অপূর্ণতা
ঐশ্বর্য রিক্ততার এক
দীর্ঘ চালচিত্র।


প্রকৃতির সব ঘটনাই এক
নির্দিষ্ট শৃঙ্খলে বাঁধা,
শুকতারাটা পূব আকাশে
জ্বলজ্বল করছে।


নিস্তব্ধ প্রকৃতি গাঢ় নিদ্রায় মগ্ন
আকাশ বাতাস গাছপালা সব নিস্পন্দ।


কোথায় ছিলো এই রোমাঞ্চ ?


যেন অনন্ত যাত্রাপথ,যেখানে
ভয় নেই,শঙ্কা নেই,লোভ নেই
কাম নেই,সেই ছায়াপথে আছে
শুধু প্রেম,আলিঙ্গন,বাহুবন্ধন।


আশ্রয়ের ওমে আনন্দময় কত
প্রশ্রয় সেই বাহুবন্ধনে।


শুকতারার দীপ্তি এখন ম্লান।


অনন্ত যাত্রাপথে------
মেলে আঁখি মন আমার
সৃষ্টির পুর্নতায় চেয়ে থাকে
এক দুরন্ত আশ্বাসে।