আমি যখন একা থাকি
উন্মুক্ত আকাশ দেখি,মেঘলা আকাশের পাখীর ডানার ছায়ায় নিজেকে ঢেকে রাখি।

বাতাসের কলতানের সাথে কথা বলি,পাখীরা অভিমানে নীড়ে ফিরে যায়, সবকিছু যেন এলোমেলো হয় যখন
আমি একা থাকি।


র্নিমেঘ আকাশে কল্পনায় সপ্তঋষির ছবি আঁকি। একাকী মনে খুঁজে পাই বিরহের অন্তহীন বেদনা।


একা থাকলেই ম্মৃতিরা
হানা দেয় মনের নিঃসঙ্গতা আর
স্মৃতি কাতরতায় উদ্ভাসিত হতে।