সংগ্রাম!   সংগ্রাম!   সংগ্রাম!
একবিংশ শতাব্দীতে সংগ্রাম
প্রতিকূলতার বিরুদ্ধে,সংগ্রাম
প্রকৃতির রুদ্ররোষের বিরুদ্ধে
সংগ্রাম মানবতাহীনতার বিরুদ্ধে
সংগ্রাম আতঙ্কবাদের বিরুদ্ধে।


সংগ্রাম জনসংখ্যা  বৃদ্ধির বিরুদ্ধে
সংগ্রাম খাদ্যহীনতার বিরুদ্ধে
সংগ্রাম নারী নির্যাতনের বিরুদ্ধে
সংগ্রাম ডাইনী হত্যার বিরুদ্ধে।


সংগ্রাম ভ্রান্ত নিতীনিয়মের বিরুদ্ধে
সংগ্রাম বায়ুদূষণের বিরুদ্ধে
সংগ্রাম মারণব্যাধির বিরুদ্ধে
সংগ্রাম ভাইরাসের বিরুদ্ধে।


সংগ্রাম অগ্রগতির স্পর্ধিত ঘোষনায়
সংগ্রাম বেহাল অর্থনীতির বিরুদ্ধে
সংগ্রাম শপথ আর অঙ্গীকারের বিরুদ্ধে
সংগ্রাম সাম্প্রদায়িকতার বিরুদ্ধে
সংগ্রাম মনুষ্যত্ব হরণের বিরুদ্ধে।


আজ মহাসংগ্রাম হোক শুধু এক
সুস্হ্য-সুন্দর মানবিক নতুন পৃথিবী গড়ার।